সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সকল নাগরিকের সুরক্ষার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন

প্রকাশিত: ১০:৪০ এএম, জুলাই ১৬, ২০১৯
একুশে সংবাদ : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কোনো বিশেষ পেশাজীবীদের জন্য নয়, দেশের প্রত্যেক নাগরিকের সুরক্ষার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন। ইন্টারনেট এবং রোবটিক্সভিত্তিক এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের নিরাপত্তা বিধানে এ আইন অত্যন্ত যুগোপযোগী’। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে চলমান জেলা প্রশাসক সম্মেলনে তথ্য মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা জানান। এ সময় তিনি বলেন, ‘আমরা জেলা প্রশাসকদের কাছে বিষয়টি পরিস্কারভাবে তুলে ধরেছি যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ফুরণের এ যুগে একজন কৃষক, চাকুরিজীবী, ব্যবসায়ী বা সাংবাদিক -যেই হোন না কেন, যদি কোনো ডিজিটাল প্লাটফর্মে অসত্য মানহানির শিকার হন, ডিজিটাল নিরাপত্তা আইনই তাকে সুরক্ষা দিতে পারে। একই সাথে এ আইনের অপপ্রয়োগ রোধেও সবাইকে সতর্ক থাকতে হবে’। অনলাইন গণমাধ্যম সম্পর্কে প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে অনলাইন গণমাধ্যম একটি বাস্তবতা। সে নিরিখেই আমরা চলমান অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধনের জন্য ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছিলাম। পূর্বের দু’হাজারের অধিক আবেদনের সাথে নতুন আরো প্রায় তিন হাজার আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদনগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া’। ‘দেশে ক্যাবল নেটওয়ার্ক পরিচালনার আইন থাকলেও তার প্রয়োগ ছিল না’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, দেশি টেলিভিশন শিল্প রক্ষা এবং ক্যাবল নেটওয়ার্কের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে সেই আইন প্রয়োগে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি যেখানে সকল জেলা প্রশাসক প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ক্যাবল নেটওয়ার্কে দেশি চ্যানেলগুলো সম্প্রচার তারিখের ক্রমানুসারে প্রথমে রাখা, স্থানীয়ভাবে অবৈধ সিনেমা ও বিজ্ঞাপন প্রচার এবং অবৈধ বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচারের জন্য তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করায় জেলা প্রশাসকদের আমরা ধন্যবাদ জানিয়েছি। ‘দেশের প্রতিটি জেলায় প্রেক্ষাগৃহ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিক সুবিধাসহ তথ্য কমপ্লেক্স গড়ে তোলার প্রকল্প শীঘ্রই আলোর মুখ দেখবে’, জানান মন্ত্রী। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, তথ্যসচিব আবদুল মালেক, সংস্কৃতি সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামালসহ মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।   একুশে সংবাদ // এস.পি.এই // ১৬.০৭.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1