সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আদা চায়ের গুণাগুণ

প্রকাশিত: ১১:৩৬ এএম, জুলাই ১৫, ২০১৯
একুশে সংবাদ: সুস্থ থাকতে নিয়মিত আদা চা পান করতে পারেন মধু ও লেবু মিশিয়ে।বিশেষজ্ঞরা বলেন, আদাতে প্রচুর ভিটামিন সি, ম্যাগনেশিয়াম ও অন্যান্য খনিজ থাকে বলে শরীরের জন্য উপকারী। আদা চায়ের গুণাগুণ -যাত্রাপথে বমি বমি ভাব হয় অনেকের। যাত্রা শুরু করার আগে এক কাপ গরম আদা চা পান করে নিন। দূর হবে মোশন সিকনেস। -অ্যাসিডিটির সমস্যা দূর করতে আদা চা পান করতে পারেন। এটি খাবার দ্রুত হজমে সাহায্য করে। -ঠাণ্ডা-কাশিতে এক কাপ গরম আদা চা প্রশান্তি দিতে পারে আপনাকে। -আদায় থাকা ভিটামিন, মিনারেল ও অ্যামিনো অ্যাসিড রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। -আদায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। -সারাদিনের ক্লান্তি ঝরিয়ে ফেলতে আদা চা তুলনাহীন। একুশে সংবাদ// ব.ট.র.ন //১৫.০৭.২০৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1