সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দেশীয় শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা দেওয়া হবে-শিল্পমন্ত্রী

প্রকাশিত: ১০:৩৫ এএম, জুলাই ১৩, ২০১৯
একুশে সংবাদ : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, পণ্য বিপণনের মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করতে হবে। বিদেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে। দেশীয় প্রতিষ্ঠানগুলোকেও তাদের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। মন্ত্রী শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে দ্বিতীয় বাংলাদেশ মার্কেটিং দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন এবং মার্কেটিং বিভাগের শিক্ষক ও পেশাজীবীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মার্কেটার্স ইনস্টিটিউট অভ্ বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান। মন্ত্রী বলেন, দেশের অনেক শিল্প প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করে সাফল্যের স্বাক্ষর রাখছে। দেশীয় পণ্যের ওপর মানুষের আস্থা যাতে নষ্ট না হয় সে বিষয়ে তিনি গণমাধ্যমের সহায়তা কামনা করেন। ইনস্টিটিউট অভ্ বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) এর পরিচালক অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার, দ্বিতীয় বাংলাদেশ মার্কেটিং দিবস উদ্যাপন কমিটির সদস্য সচিব ড. শরিফুল ইসলাম দুলু, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, মেঘনা গ্রুপ অভ্ ইন্ডাস্ট্রিজের ডিএমডি (এফএমসিজি) আসিফ ইকবাল, ইগলু গ্রুপের সিইও জি এম কামরুল হাসান প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। একুশে সংবাদ // এস.পি.এই // ১৩.০৭.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1