সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বরেন্দ্র এলাকায় শস্য বহুমুখীকরণের মাধ্যমে ফসল উৎপাদন করতে হবে-কৃষিমন্ত্রী

প্রকাশিত: ১১:০৭ এএম, জুলাই ৭, ২০১৯
একুশে সংবাদ : কৃষির জন্য বরেন্দ্র এলাকা একটা চ্যালেঞ্জ, তাই শস্য বহুমুখীকরণের মাধ্যমে ফসল উৎপাদন করতে হবে। কৃষিতেই সমৃদ্ধ হচ্ছে এ অঞ্চলের অর্থনীতি। সংরক্ষণশীল কৃষি প্রযুক্তি এ অঞ্চলের কৃষিতে নতুন মাত্রা যুক্ত করেছে। শনিবার কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র কনফারেন্স হলে আয়োজিত ২য় বরেন্দ্র এগ্রো-ইকো ইনোভেশন রিসার্চ প্লাটফর্ম কনফারেন্সে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষিতে ফসলের বৈচিত্র্যকরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে। প্রকল্প গ্রহণের মাধ্যমে এসডিজির আলোকে টেকসই কৃষি ব্যবস্থাপনা এবং ফসল উৎপাদনে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় বিএমডিএ-কে অবদান রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক প্রকৌশলী আঃ রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আকরাম হোসেন।   একুশে সংবাদ // এস.ক.ক // ০৭.০৭.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1