সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রাকৃতিক অনন্য সৌন্দর্য্যের অধিকারী ফয়েজ লেক

প্রকাশিত: ০৭:৫৫ পিএম, জুলাই ৩, ২০১৯
একুশে সংবাদ: ফয়েজ লেক চট্টগ্রামের পাহাড়তলী স্টেশনের অদূরে খূলশী এলাকায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ।চট্টগ্রামের জিরো পয়ে্ন্ট থেকে ৮ কি:ম: দূরে অবস্থিত।চট্টগ্রামের পানি সমস্যার সমাধানে ১৯২৪ সালে প্রায় ৩৩৬ একর জায়গায় কৃত্রিম এ হ্রদ খনন করেছিল আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃকপক্ষ।চট্টগ্রামের পাহাড়তলীর খুলশী এলাকার প্রধান সড়কের পাশে ফয়’স লেকের তোরণ।সেখান থেকে কিছুটা ভেতরে এর মূল প্রবেশ পথ। ফয়েজ লেকে কি আছে: শুরুতেই ফয়’স লেকের অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড।বেশ কিছু আধুনিক রাইড আছে এখানে।অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডের উত্তরে টিলার উপরে মূল ফয়’স লেক।লেকের দুইপাশে সবুজে ঘেরা উঁচু উঁচু পাহাড়।পাহাড়গুলোর নাম রাখা হয়েছে আসমানী, গগনদ্বীপ, জলটুঙ্গি ইত্যাদি।এসব পাহাড়েরর আছে সংরক্ষিত বন, সে বনে খেলা করে চিত্রা হরিণ, খরগোশ আরো কিছু বন্যপ্রাণী। ফয়েজ লেকে ভ্রমণেরও ব্যবস্থা আছে এখানে।বিভিন্ন আকারের আকারের ইঞ্জিন চালিত নৌকা, স্পিড বোট আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পানও আছে লেকে।ফয়েজ লেকের ভিন্ন এক জগত সি ওয়ার্ল্ড।লেকের শেষ প্রান্তে গড়ে তোলা হয়েছে পানির রাজ্যে রোমাঞ্চকর জায়গা। শহরের সিটি গেট সংলগ্ন সড়ক দিয়ে গেলে সরাসরি প্রবেশ করা যাবে সি-ওয়ার্ল্ডে।তবে মূল প্রবেশ পথে সি- ওয়ার্ল্ডে গেলে নৌকায় চড়ে পৌঁছুতে হয় সি ওয়ার্ল্ডে।আধুনিক ওয়াটাপার্কের বিভিন্ন রাইড আছে জায়গাটিতে। প্রকৃতির মাঝে নির্জনতায় অবকাশ যাপনের জন্য ফয়’স লেকে আছে বেশ কিছু রিসোর্ট। সি-ওয়ার্ল্ডের পাশেই এর অবস্থান। রিসোর্টেও যেতে হয় নৌকায় চড়ে। নির্জনতায় সময় কাটানোর জন্য আদর্শ জায়গা এসব রিসোর্ট। লেক ও পাহাড়মূখী দু ধরণের ঘরই আছে এখানে। বারান্দায় বসে লেক আর পাহাড়ের সৌন্দর্য উপভোগের ব্যবস্থা আছে এখানে। মধুচন্দ্রিমার জন্যও এখানকার রিসোর্ট আকর্ষণীয় জায়গা। ফয়েজ লেকের প্রবেশ মূল্য: ফয়েজ লেকের প্রবেশের টিকিট মূল্য ২৫০ টাকা।তিন ফুটের চেয়ে কম উচ্চতার শিশুদের প্রবেশ মূল্য লাগে না।এখানকার বিভিন্ন রাইডে চড়ার আলাদা আলাদা মূল্য রয়েছে।তবে প্রবেশ ও সব রাইডের বিশেষ প্যাকেজও আছে।বনভোজন দলের জন্য খাবারের আয়োজনসহ বিশেষ মূল্যও আছে ফয়’স লেকে।ফয়’স লেকের রিসোর্টের কক্ষ ভাড়া ৪,৯৩৫ থেকে ১০,৫০৮ টাকা।এছাড়া বাংলোর কক্ষ ভাড়া ৫,৫৬৩ থেকে ৯,৮৯০ টাকা। কীভাবে যাবেন: ঢাকা থেকে ফয়েজ লেক যেতে প্রথমে আপনাকে চট্টগ্রাম যেতে হবে।ঢাকা থেকে সড়কপথে টি আর ট্রাভেলস, দেশ ট্রাভেলস, গ্রিনলাইন পরিবহন, সোহাগ পরিবহন, সৌদিয়া পরিবহন, হানিফ এন্টারপ্রাইজের এসি বাস যায় চট্টগ্রামে।ভাড়া ৯৫০ থেকে ১,২৫০ টাকা। এছাড়া এস আলম, সৌদিয়া, ইউনিক, শ্যামলী, হানিফ, ঈগল প্রভৃতি পরিবহনের সাধারণ মানের নন এসি বাসও চলে এ পথে।ভাড়া ৪৫০ থেকে ৫০০ টাকা। কোথায় থাকবেন: ফয়েস লেকে নিজস্ব ব্যবস্থাপনায় আপনার জন্য আছে বিলাসবহুল থাকার ব্যবস্থা।পাহাড়ের কাছে ও লেকের পাড়ে রয়েছে দারুন সব কটেজ ও রিসোর্ট।নবদম্পতিদের জন্য রয়েছে হানিমুন কটেজ।ফয়েস লেক রিসোর্টে প্রতিদিন রাত্রিযাপন ২ হাজার ৫০০ থেকে ৭ হাজার টাকা মাত্র। এছাড়া চট্টগ্রামে নানান মানের হোটেল আছে।তাদের মধ্যে অন্যতম হলো , হোটেল প‌্যারামাউন্ট , হোটেল এশিয়ান এসআর , হোটেল সাফিনা , হোটেল নাবা ইন , হোটেল ল্যান্ডমার্ক । একুশে সংবাদ//ব.ব.ন//০৩.০৭.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1