সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সংশোধিত বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়বে - সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৪:৫৭ পিএম, জুন ১৯, ২০১৯
একুশে সংবাদ : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সংস্কৃতি বিষযক মন্ত্রণালয়ের এবারের বাজেট বরাদ্দ নিয়ে সংস্কৃতিকর্মীদের মধ্যে কিছুটা ক্ষোভ ও হতাশা রয়েছে। তবে সংশোধিত বাজেটে এ বরাদ্দ বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের জন্য এ মন্ত্রণালয় বিশেষ বরাদ্দ পাবে বলে তিনি জানান। তিনি বলেন, আগামী অর্থবছরেও মন্ত্রণালয়ের বাজেট অনেক বেশি বাড়বে যা সংস্কৃতিকর্মীদের প্রত্যাশা পূরণ করবে। প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রণালয় ও দপ্তর সমূহের কাজে গতি বাড়ানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিজেদের মধ্যে প্রতিযোগিতা ও প্রথম হওয়ার লক্ষ্য নির্ধারণপূর্বক কাজ করলে কাজের মান ও গতিশীলতা বৃদ্ধি পাবে। তিনি বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল ও যত্নবান হতে হবে। প্রতিমন্ত্রী বলেন, প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা অপেরা হাউস নির্মাণ প্রকল্পের ডিপিপি প্রণয়নের কাজ চলছে। প্রতি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র ও কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ৪০০ আসনবিশিষ্ট মিলনায়তন, ২৫০ আসনবিশিষ্ট সিনেপ্লেক্স, মুক্তমঞ্চ ও ক্যাফেটেরিয়া নির্মিত হবে এবং এর নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। তিনি আরো বলেন, নতুন নকশা অনুযায়ী মনোমুগ্ধকর স্থাপত্যের গণগন্থাগার অধিদপ্তর ও জাতীয় জাদুঘর কমপ্লেক্স নির্মাণ প্রকল্প হতে নেয়া হয়েছে। একুশে সংবাদ // এস.ক.ক // ১৯.০৬.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1