সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘অসময়ের’ তরমুজ চাষে ঝুঁকছেন ডুমুরিয়ার কৃষকরা

প্রকাশিত: ০৩:৩৪ পিএম, জুন ১৬, ২০১৯
একুশে সংবাদ : ধানের বাম্পার ফলনের পরও দাম পাচ্ছেন না কৃষক। সবজি চাষ করেও একই অবস্থা। বিকল্প হিসেবে খুলনার ডুমুরিয়ার কৃষকরা অসময়ের তরমুজ চাষের দিকে ঝুঁকছেন। কারণ তরমুজ থেকে বিঘাপ্রতি ৩-৪ লাখ টাকা আয় করা সম্ভব। ফলে নতুন আশা দেখছেন কৃষকরা। এরই মধ্যে খুলনায় বাণিজ্যিক ও পরিকল্পিতভাবে অসময়ের তরমুজ চাষাবাদ শুরু হয়েছে। ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া কুলুটি এলাকার আরিফ হোসেন জানান, তিনি উপজেলা কৃষি অফিসের সহায়তায় অসময়ের তরমুজ চাষ করছেন। এক বিঘা জমিতে মালচিং ও পেপার দিয়ে চাষ করা হয়েছে।তার জমিতে মাচায় পলিথিন মোড়ানো তরমুজ ঝুলছে বলে জানান। একুশে সংবাদ // এস.র,ন // ১৬.০৬.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1