সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টহলরত অবস্থায় বজ্রপাতে বিজিবি সদস্য নিহত

প্রকাশিত: ০১:২০ পিএম, জুন ১৫, ২০১৯
নীলফামারী : নীলফামারীর ডিমলায় সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াসিন নামে আরেক সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাতে ঠাকুরগঞ্জ সীমান্তের পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কামরুল ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বালাপাড়া কোম্পানি কমান্ডারের আওতায় ঠাকুরগঞ্জ বিজিবি ক্যাম্পে কমরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার কুলাউড়া উপজেলার চর পাহাড়ি গ্রামের আবদুস সাত্তারের ছেলে। এ ব্যাপারে ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার রাতে ঝড়-বৃষ্টির মধ্যে সীমান্তের পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া নামক স্থানে নায়েক কামরুল ইসলাম (৬৬৭১৪) ও সৈনিক ইয়াছিন টহল দিচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। এ সময় অপর বিজিবি সদস্য ইয়াছিন আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একুশে সংবাদ // এস. সুজন // ১৫.০৬.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1