সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঈদে বিআরটিসি’র বাসে অতিরিক্ত ভাড়া আদায় হলে কঠোর ব্যবস্থা:কাদের

প্রকাশিত: ০৩:৫৭ পিএম, মে ২৬, ২০১৯
একুশে সংবাদ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঈদের সময় বিআরটিসি’র বাসে অতিরিক্ত ভাড়া আদায় হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে । সরকারের এ মেয়াদের মধ্যে বিআরটিসি’কে আধুনিক, পরিচ্ছন্ন, স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে বিআরটিসি’র প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে নিবেদিতপ্রাণ হওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী আজ সকালে মতিঝিলস্থ বিআরটিসি’র সদর দপ্তরে আসন্ন ঈদে বিআরটিসি’র প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের সাথে এক সভায় একথা বলেন। মন্ত্রী এসময় বলেন, বিআরটিসি’র বহরে যুক্ত হচ্ছে নতুন বাস। ইতোমধ্যে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় সংগৃহিত দুইশত বাস বহরে যুক্ত হয়েছে, আরও আসছে চারশত বাস। এবার ঈদে সেবার মান উন্নত করে বিআরটিসি’কে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। বহরে নতুন বাস মানে নবযাত্রা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বিআরটিসি’কে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সদ্য সংগৃহিত বাস লীজ দেয়ার ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা যথাযথভাবে প্রতিপালন করতে হবে। এক্ষেত্রে কোন ধরণের অনিয়ম মেনে নেয়া হবে না। এসময় বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সকালে সচিবালয়স্থ নিজ দপ্তরে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন পরকাশ। সাক্ষাতকালে দেশে দক্ষ গাড়ি চালক তৈরি এবং চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে এডিবি আর্থিক সহায়তা প্রদানে সম্মত হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। একুশে সংবাদ // এস.পি.এই // ২৬.০৫.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1