সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

স্কুল জীবন থেকেই ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণ দরকার : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:০৬ পিএম, মে ২৫, ২০১৯
একুশে সংবাদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে দেশের উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। সড়কে চলাচলের বিষয়েয় সকলের মাঝে গণসচেতনতা সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলজীবন থেকেই ট্রাফিক আইন প্রশিক্ষণে গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় ট্রাফিক রুলের ওপর স্কুল জীবন থেকেই প্রশিক্ষণ প্রদান করা দরকার। তাহলে সকলের মাঝে সচেতনতাটা গড়ে উঠবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে-ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক নির্মিত ২য় মেঘনা ও ২য় গোমতী সেতুর উদ্বোধনকালে একথা বলেন। এছাড়াও তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কে কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার, কালিয়াকৈর, দেওহাটা, মির্জাপুর ও ঘারিন্দা আন্ডারপাস এবং কড্ডা-১ সেতু ও বাইমাইল সেতু উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী যানবাহনের চালকসহ সাধারণ জনগণকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। তাঁর সরকার উপজেলা পর্যায় পর্যন্ত গাড়ি চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি এ সময় শিক্ষা প্রতিষ্ঠান ছুটির সময় শিক্ষার্থীদেও নিরাপত্তা বিধানে সচেষ্ট হবার জন্য সংশ্লিষ্ট কলেজ বা বিদ্যালয় কতৃর্পক্ষকে উদ্যোগ গ্রহণের আহবান জানান, যাতে করে কোন কোমলমতি শিক্ষার্থী দুর্ঘটনার শিকার না হন। অনুষ্ঠানস্থলে উপস্থিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে দেশে ফেরায় তাঁকে দোয়া করার জন্য দেশবাসীর কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। তিনি এ সময় তাঁর দল আওয়ামী লীগকে একটি পরিবার বলে উল্লেখ করেন। আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে শুধু রাজনীতিই নয়, আমরা একটা পরিবার। ছোট বেলা থেকে দেখেছি- আমার মা,বাবাকে এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা একটা পরিবারের মতই বড় হয়েছি। যথনই কোন সমস্যা হয় সুখে, দু:খে আমরা সবসময় সাথী হয়েই চলি। এভাবেই যেন এই সংগঠনটা এগিয়ে যেতে পারে সে বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক এবং কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক মঞ্চে উপস্থিত ছিলেন। বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব প্রকল্পসমূহের ভিডিও উপস্থাপনার মাধ্যমে বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ১৬ মার্চ শীতলক্ষ্যা নদীর উপর দ্বিতীয় কাঁচপুর সেতুর উদ্বোধন করেন। যেটি ইতোমধ্যেই যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। একুশে সংবাদ // এস.ব.স // ২৫.০৫.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1