সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মাসে একদিন নদী পরিস্কার করা হবে- নৌসচিব

প্রকাশিত: ০৪:১৮ পিএম, মে ২২, ২০১৯
একুশে সংবাদ :নদীতীর দখল ও দূষণরোধে প্রতিমাসে একদিন নদী পরিস্কার করা হবে। এক্ষেত্রে নদীর সাথে সংশ্লিষ্ট বিশেষ করে পরিবেশবিদ, নদীরক্ষা আন্দোলনকারীদের স্বেচ্ছায় অংশগ্রহণ করতে হবে। সকলের সমন্বিত উদ্যোগে নদীকে সুরক্ষা করতে পারবো। নৌপরিবহন সচিব মোঃ আবদুস সামাদ আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার চারপাশে নদীদখল ও দূষণরোধ কার্যক্রম চলমান সংক্রান্ত এক সভায় এসব কথা বলেন। সচিব বলেন, শিল্পবর্জ্য দূষণরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ করা হবে। নদীকে দূষণ করে কোন কিছু করা যাবেনা। নদীতে শিল্পবর্জ্য, মেডিকেল বর্জ্যসহ অন্য যে কোন ধরণের বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। বৈঠকে জানানো হয়, সরকার নদীদখল ও দূষণরোধে কাজ করে যাচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিআইডব্লিউটিএ ২৯ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জ নদীবন্দরের আওতাধীন এলাকায় ৪ হাজার ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ১১৩ একর জমি উদ্ধার করেছে। নদীতীর রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, বিভিন্ন সংগঠনের পরিবেশবিদগণ, পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।   একুশে সংবাদ // এস.পি.এই //২২.০৫.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1