সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দেশের হাসপাতালগুলোতে বেড ও আধুনিক সরঞ্জামাদি বৃদ্ধি পেয়েছে -স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:৪৭ পিএম, মে ২১, ২০১৯
একুশে সংবাদ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, “বর্তমান শেখ হাসিনা সরকারের আমলে দেশের ৬৪টি জেলার হাসপাতালগুলোতে ১৫০ ভাগ বেড ও আধুনিক চিকিৎসা সরঞ্জমাদি বৃদ্ধি করা হয়েছে। ৪২টি পাবলিক সেক্টর মেডিকেল কলেজ হাসপাতাল ও ১৮টি উচ্চতর বিশেষায়িত হাসপাতাল প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন করা হয়েছে। পাশাপাশি আমাদের বর্তমান সরকার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সকল স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করছে।” আজ স্থানীয় সময় সকাল ১০.০০ টায় সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কমনওয়েলথভূক্ত দেশসমূহের স্বাস্থ্যমন্ত্রীদের ৭২তম সম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি আনুষ্ঠানিক বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। সভায় WHO-এর নির্বাহী বোর্ডের ১৪৩ ও ১৪৪তম সভায় প্রতিবেদন উপস্থাপন, সংস্থাটির মহাপরিচালকের বক্তব্যের উপর আলোচনা, নতুন সদস্য নির্বাচন, প্রোগ্রাম, বাজেট এবং নির্বাহী বোর্ডের আঞ্চলিক কমিটি সমূহের প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন জটিল রোগ প্রতিরোধ বিষয়ে 'গ্লোবাল একশন প্লান' সংক্রামক ও অসংক্রামক ব্যাধির নিরাময় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এবারের সম্মেলনের মূল থিম হচ্ছে “উইনিভার্সেল হেল্থ কভারেজ :লিভিং নো-ওয়ান বিহাইন্ড"। স্বাস্থ্যমন্ত্রী কমনওয়েলভূক্ত দেশসমূহের স্বাস্থ্যমন্ত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাৎসরিক বাজেটে স্বাস্থ্য ও চিকিৎসাখাতে সবচেয়ে বেশি বরাদ্ধকৃত খাতগুলোর পর্যায়ের বাজেট প্রদান করা হয়। এই বাজেট থেকে দেশের ক্যান্সার, কিডনী, সিরোসিস-সহ যাবতীয় জটিল রোগ নির্মূলে ব্যয় করা হয়। পাশাপাশি দেশে ৬৪টি জেলার সকল হাসপাতাল আধুনিকায়ন করা হচ্ছে। এর পাশাপাশি মায়ানমার থেকে আগত নির্যাচিত প্রায় ১০ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবাও বর্তমান সরকার প্রদান করছে। মায়ানমার থেকে আগত এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় বাজেটের মোটা অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে।” উল্লেখ্য স্বাস্থ্যমন্ত্রী গত ১৯ মে ভোরে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের জেনেভায় গমন করেন এবং ১৯ মে থেকে ৩০ মে, ২০১৯ খ্রি. পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কমনওয়েলথভূক্ত দেশ সমূহের স্বাস্থ্যমন্ত্রীদের ৭২তম সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী অংশ নেন। ২০-২৮ মে, ২০১৯ মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম সদস্য দেশ হিসেবে প্রতিবছর বাংলাদেশ প্রতিনিধি দল এ সম্মেলনে অংশ নিয়ে আসছে। সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের (জনস্বাস্থ্য ও বিশ^স্বাস্থ্য) অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং স্বাস্থ্য মন্ত্রীর সহকারী একান্ত সচিব ড. আরিফুর রহমান সেখ উপস্থিত রয়েছেন। একুশে সংবাদ // এস.পি.এই // ২১.০.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1