সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নতুন নোটিশে ফের বিপাকে সাইফ, সোনালি

প্রকাশিত: ০৪:৪৬ পিএম, মে ২০, ২০১৯
একুশে সংবাদ : রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বিপাকে পড়লেন সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, নীলম ও টাবু৷ ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবি শ্যুটিং করতে গিয়ে এঁদের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে৷ রাজস্থান হাইকোর্টের পক্ষ থেকে নতুন করে নোটিশ ইস্যু করা হয়েছে । ১১ই মার্চ এই নোটিশ জারি করা হয়৷ বলা হয় মামলার শুনানি হবে নোটিশ ইস্যু হওয়ার ৮ সপ্তাহ পরে৷ বণ্যপ্রাণ (সংরক্ষণ) আইনের ১১ নম্বর ধারায় এদের বিরুদ্ধে মামলা চলছে৷ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারকের কাছে শুনানি হতে চলেছে৷ গতবছর জানুয়ারি মাসেই নতুন করে হাজিরার নির্দেশ দেওয়া হয় কৃষ্ণসার হরিণ হত্যা মামলার অভিযুক্ত অভিনেতাদের৷ অস্ত্র আইন থেকে নিষ্কৃতি পেলেও বন্য প্রাণী হত্যা মামলায় যোধপুর আদালতে হাজির হন সালমন, সাইফ, নীলম, সোনালি বিন্দ্রে ও আরও একজন৷ সুরজ বরজাতিয়ার ছবি ‘হম সাথ সাথ হ্যায়’-এর শ্যুটিং চলাকালীন রাজস্থানের কঙ্কোনি গ্রামে এক কৃষ্ণসার হরিণ শিকার করায় জড়িয়ে পড়েন এই তারকারা৷ তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা৷ একুশে সংবাদ // এস.ক.ক // ২০.০৫.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1