সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ মুক্তি পেতে যাচ্ছে ‘বেহুলা’

প্রকাশিত: ১২:২৮ পিএম, মে ১৯, ২০১৯
একুশে সংবাদ : আজ মুক্তি পেতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেহুলা’। ছবিটি মুক্তির জন্য ১০ বছর সময় অপেক্ষা করতে হয়েছে এর নির্মাতা রিয়াজ রনিকে। 'বেহুলা' মূলতঃ সমাজ ও ধর্মীয় নিয়মের শেকলে অবরুদ্ধ মানবতার ছবি। অধ্যাপক-কবি আশরাফুজ্জামান বাবুলের গল্পে বেহুলা’র প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও রিফাত চৌধুরী। এছাড়াও কবি আসলাম সানীকে দেখা যাবে এ চলচ্চিত্রে। ১৯ মে বেহুলা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আফরাজ কমিউনিকেশনস-এর ইউটিউব ভিত্তিক চ্যানেল ATube Global-এ। এরই মধ্যে ডিজিটাল প্রচারণার সকল আনুষ্ঠানিকতা চূড়ান্ত করা হয়েছে। ৪০ মিনিট ব্যাপ্তিকালের চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন হাসনা হেনা। অন্যান্য চরিত্রে রয়েছেন আব্দুল মালেক, ইব্রাহিম খালেদ, তাহমিনা জাফর ও হেদায়েত হোসেন। চলচ্চিত্রটির আবহ সঙ্গীত করেছেন সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ। চিত্রগ্রহণে আনোয়ার হোসেন এবং সম্পাদনায় হারুদ-অর-রশিদ ও কামাল পাশা। প্রযোজনা করেছেন হাবিবুল ইসলাম চৌধুরী। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি রিয়াজ রনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন। আবৃত্তির পাশাপাশি বিজ্ঞাপন ও তথ্যচিত্রে কণ্ঠ দেন নিয়মিত। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের বার্তা প্রযোজক হিসেবে কর্মরত। একুশে সংবাদ // এস. ব.প // ১৫.০৫.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1