সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘূর্ণিঝড় ফণীতে সাড়ে ৩৮ কোটি টাকা ক্ষতি: কৃষিমন্ত্রী

প্রকাশিত: ০৫:০০ পিএম, মে ৭, ২০১৯
একুশে সংবাদ : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন , ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে ৩৫টি জেলায় ৩৮ কোটি ৫৪ লাখ ২ হাজার ৫০০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং ১৩ হাজার ৬৩১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। কৃষিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে দেশের প্রায় ৩৫টি জেলায় ২০৯টি উপজেলায় বোরো ধান, ভুট্টা, সবজি, পাট ও পান ফসলের প্রায় ৬৩ হাজার ৬৩ হেক্টর জমি আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া ৪৯ হেক্টর জমি সম্পূর্ণ ক্ষতি হয়েছে। এর মধ্যে বোরো ৫৫ হাজার ৬০৯, সবজি ৩ হাজার ৬৬০, ভুট্টা ৬৭৭, পাট ২ হাজার ৩৮২ও পান ৭৩৫ হেক্টর জমি আংশিক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে আক্রান্ত ৩৫টি জেলা হচ্ছে, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, ময়মানসিং, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, বাহ্মবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, গাইবান্ধা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, চুয়াডাঙ্গা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে পুনর্বাসন কর্মসূচির আওতায় বীচ, সার ও আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি নেওয়া হবে বলে জানান কৃষিমন্ত্রী। একুশে সংবাদ // এস.ব,স // ০৭.০৫.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1