সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রমজানের পবিত্রতা রক্ষা করুন-ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:০৮ পিএম, মে ৬, ২০১৯
একুশে সংবাদ : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, মাহে রমজান মুসলমানদের রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম স্তম্ভ হলো মাহে রমজানে সিয়াম সাধনা পালন করা। পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে সার্বিক পবিত্রতা বজায় রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। প্রতিমন্ত্রী আজ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে স্বাগত র‌্যালি পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ বিশেষ করে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রম গ্রহণ, জনজীবন সহজ করাসহ সার্বিক বিষয়ে পদক্ষেপ গ্রহণের বিষয়ে কঠোর নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও প্রতিটি পাড়া, মহল্লায় কর্মরত কর্মকর্তা, কর্মচারীদেরকে রোজাদারদের রোজা পালন, পবিত্রতা রক্ষা, ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষার পরিবেশ সৃষ্টিসহ সার্বিক বিষয়ে সহযোগিতা প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে। প্রতিমন্ত্রী আরো বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে মাসব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা, ইফতার মাহফিল, ইসলামিক বই মেলাসহ মাসব্যাপী নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে। যারা সংগত কারণে রোজা রাখবেন না, তারা রোজাদারদের প্রতি সম্মান জানিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করবেন বলে তিনি আশা করেন। তিনি দিনের বেলায় হোটেল, রেস্তোরা বন্ধ রেখে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষারও আহ্বান জানান। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আয়োজিত র‌্যালিটি বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট থেকে শুরু হয়ে প্রেসক্লাবে শেষ হয়। মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক আলেম-ওলামা-মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমান র‌্যালিতে অংশগ্রহণ করেন।   একুশে সংবাদ // এস.পি.এই // ০৬.০৫.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1