সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'ফণী', মোংলা-পায়রায় ৭ নম্বর সংকেত

প্রকাশিত: ১১:৩২ এএম, মে ২, ২০১৯
একুশে সংবাদ : ঘূর্ণিঝড় ‘ফণী’ ক্রমেই শক্তি সঞ্চার করে উপকূলের দিকে আরো এগিয়ে আসছে। ঘণ্টায় ১৭০ কিলোমিটার বাতাসের শক্তি হাজার কিলোমিটার ব্যাসের বিস্তার নিয়ে এ ঝড় বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকে এগিয়ে আসছে। আঘাত হানতে পারে ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। বাংলাদেশের মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার আগারগাঁওস্থ আবহাওয়া কার্যালয় থেকে সর্বশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, একইসঙ্গে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে চার নম্বর বিপদ সংকেত দেখাতে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর নাগাদ এটি উপকূল অতিক্রম করতে পারে। তবে প্রবল বাতাস ও বজ্রঝড় আঘাত হানা শুরু করতে পারে এর আগেই। আঘাত হানার আগ পর্যন্ত ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় ক্ষয়ক্ষতি ঘটাবে তা বলা সম্ভব নয়। এ কারণে বাংলাদেশের মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। একুশে সংবাদ // এস.ক.ক // ০২.০৫.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1