সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ১১:০৮ এএম, এপ্রিল ১১, ২০১৯
একুশে সংবাদ : বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ভোট উৎসব। দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনের মধ্যে প্রথম দফায় আজ ৯১টিতে ভোট গ্রহণ করা হচ্ছে। লোকসভা নির্বাচনে প্রথম দফায় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১ আসনে ভোট দিচ্ছেন জনগণ। ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। খবর এনডিটিভির আজকের পর আগামী ১৮, ২৩ ও ২৯ এপ্রিল এবং ৭, ১২ এবং ১৯ মেও ভোট হবে। লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্র প্রদেশ, ওড়িশা, সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। জনমত জরিপ বলছে, ক্ষমতাসীন বিজেপি জোটই সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় আবার সরকার গঠন করতে পারে। সেক্ষেত্রে স্বপদেই থেকে যাবেন প্রধানমন্ত্রী মোদি। তবে চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হবে ২৩ মে পর্যন্ত। ৪০ দিন ধরে সাত পর্বের ভোটের লড়াই শেষে সে দিনই ঘোষণা করা হবে ফলাফল। নির্বাচনে ১ হাজার ৮৪১টি রাজনৈতিক দলের প্রায় আট হাজার প্রার্থী অংশ নিচ্ছেন।   একুশে সংবাদ // এস.ই,ফ // ১১.০৪.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1