সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পে জাহাঙ্গীর নগর বাস্কেটবল চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:৩৭ পিএম, এপ্রিল ৮, ২০১৯
ঢাকা, ০৮ ২০১৯ : বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পের বাস্কেটবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়। আজ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) বাস্কেটবল মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপুর্ন ফাইনালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল ৭০-৫৭ পয়েন্টের ব্যবধানে ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ইভেন্টের চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। এর আগে প্রধান অতিথি হিসেবে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, এমপি। এ সময় তিনি বলেন, শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে। যুবকরা যত বেশী খেলাধুলার প্রতি আকৃষ্ঠ হবে জাতী গঠনে তাদের ভুমিকাও আরো জোড়ালো হবে। ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ স্লোগানের মধ্যেই বিষয়টি পরিস্কারভাবে ফুটে উঠেছে। পরে তিনি বাস্কেটবল ড্রপ করে ফাইনালের উদ্বোধন করেন। ম্যাচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি। এআইইউবি’র উপাচার্য্য ড. কারমেন জেড লামাগনা, বিশ্ববিদ্যালযরে ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মো. সাইফুল আজম, ডিএমডি কাজী আহসান খলিল এবং পোলার আইস্ক্রিমের এইচর আর বিভাগের প্রধান মেহরাজ হামিদ এসময় উপস্থিত ছিলেন। একুশে সংবাদ // এস.ব,স // ০৮.০৪.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1