সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:১৬ এএম, মার্চ ২৮, ২০১৯
একুশে সংবাদ : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রয়েছে। আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার তাই কোন সংগত কারন নেই। পণ্য পরিবহনে যাতে কোন ধরনের চাঁদাবাজি না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না। জেলা প্রশাসন এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। মন্ত্রী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। বাণিজ্যমন্ত্রী গতকাল আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্থানীয় উৎপাদন, আমদানি, মজুত অবস্থা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। টিপু মুনশি বলেন, পণ্যের উৎপাদনকারী ও আমদানিকারকগণ পণ্য বিক্রয়ের সময় রশিদ সরবরাহ করবে, পাইকারী ও খুচরা বিক্রেতাগণ সে মোতাবেক যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করবে। কৃত্রিম উপায়ে পণ্যের সংকট সৃষ্টি করার চেষ্টা করা হলে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে বাণিজ্য সচিব মোঃ মফিজুল ইসলাম, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় দত্ত, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মোঃ মফিউল ইসলাম মহিউদ্দিন, টিসিবি এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম লস্কর, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, এনবিআর, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জাতীয় গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিগণ এবং বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। একুশে সংবাদ // এস.পি.এই // ২৮.০৩.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1