সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ সাকিব আল হাসানের জন্মদিন

প্রকাশিত: ১১:০৬ এএম, মার্চ ২৪, ২০১৯
একুশে সংবাদ : আজ সাকিব আল হাসানের শুভ জন্মদিন । ৩২তম বর্ষে পা দিলেন আজ তিনি। ১৯৮৭ সালের ২৪ মার্চ মধ্যবিত্ত কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা আর গৃহিণী শিরিন শারমিনের ঘর আলোকিত করে আসেন ফয়সাল। শুরুতে পরিবার থেকে এ নামেই ডাকা হতো সাকিবকে। যদিও সাকিবভক্তদের অনেকেই জানেন না সে কথা। পরিবারের প্রথম ও একমাত্র ছেলে সন্তান সাকিব। জন্মদিনে দেশে নেই সাকিব। আজ আইপিএলে কলকাতার বিরুদ্ধে হায়দরাবাদের ম্যাচ। বাবা মাশরুর রেজা একসময় মাগুরায় ভালো ফুটবল খেলতেন, সেকারণেই সাকিবের শুরুটা হয় ফুটবল দিয়ে। বাবার ইচ্ছাও ছিল তাই। এভাবে ছোটবেলা থেকে ফুটবল খেলতে খেলতে কীভাবে যে ক্রিকেটারে পরিণত হলেন তা এক ইতিহাস। ফুটবল দিয়ে শুরু করলেও সাকিব আল হাসান আজ একজন ক্রিকেটার। বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক, পুরো বাংলাদেশের মধ্যমণি সাকিব আল হাসান। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষেই খুলনায় টি ২০ ও পরের বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সাকিবের। বর্ণাঢ্য ক্যারিয়ারে এখনও পর্যন্ত ১৯৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে সাকিব রান করেছেন ৫৫৭৭, ৫৫ টেস্টে রান করেছেন ৩৮০৭ এবং ৭২টি আন্তর্জাতিক টি২০ তে রান ১৪৭১। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০৮৫৫ রানের মালিক সাকিব যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। টেস্টে তার উইকেট সংখ্যা ২০৫ যা বাংলাদেশের সর্বোচ্চ। ওয়ানডে ক্রিকেটে উইকেট সংখ্যা ২৪৭ যা বাংলাদেশে দ্বিতীয়, তবে অচীরেই প্রথম অবস্থানটি তারই হবে। সেলক্ষ্যে প্রয়োজন মাত্র ১২টি উইকেট। টি২০ ফরমেটে সাকিবের উইকেট সংখ্যা ৮৫ যা বাংলাদেশের সর্বোচ্চ এবং বিশ্বক্রিকেটে তৃতীয়। টেস্টে সাকিবের অর্ধশতক ২৪, শতক ৫ ও ক্যারিয়ার সেরা ২১৭ রানের ইনিংস। ওয়ানডে ক্রিকেটে অর্ধশতক ৪০টি আর শতশ ৭ টি। টি২০ ক্রিকেটে অর্ধশতক ৮টি, ক্যারিয়ার সেরা রান ৮৪। ক্রিকেটের তিন ফরমেট মিলিয়ে ১০ হাজার রান ও ৪৫০ উইকেটের বেশি নেওয়ার কৃতিত্ব মাত্র তিনজনের। এরমধ্যে সাকিব একজন। একুশে সংবাদ // এস.ক.ক // ২৪.০৩.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1