সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ১০:৫৭ এএম, মার্চ ২৪, ২০১৯
একুশে সংবাদ : তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ২৫ জেলার ১১৭টি উপজেলা পরিষদে আজ ভোটগ্রহণ চলছে। । চলবে বিকাল চারটা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে ১১টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যানবাহন চলাচলের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মাঠে নেমেছে পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। এ ধাপে ১২৭টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। বাকি ১০টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় সব পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হওয়ায় সেখানে ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না। এছাড়া চট্টগ্রামের লোহাগড়া ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। আর নরসিংদী সদর ও কক্সবাজার সদরের নির্বাচনের ৩১ মার্চ চতুর্থ ধাপের ভোটে নেয়া হবে। তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একুশে সংবাদ // এস.ক.ক // ২৪.০৩.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1