সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মুরাদনগরে নতুন ঘর পেলেন ৩৭৬টি দরিদ্র পরিবার

প্রকাশিত: ০৫:১৬ পিএম, মার্চ ১৬, ২০১৯
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক আশ্রয়ন প্রকল্প-২এর আওতায় ‘যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে ঘর নির্মাণ’ প্রকল্পের মাধ্যমে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২ টি ইউনিয়নে নির্মিত ৩৭৬টি আধা পাকাঘর ৩৭৬টি দরিদ্র পরিবারের মাঝে ঘরের “নাম ফলক” বিতরণ করা হয়েছে। এছাড়াও ৭৯টি হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩৬টি পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়। গৃহহারা ছিন্নমূল মানুষের মাথা গোঁজার ঠাঁই হিসেবে ওইসব পরিবারের সদস্যরা সরকারি ঘর পেয়ে প্রত্যেকেই আনন্দিত। শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু ও কুমিল্লা উত্তর জেলা আওয়া মীলীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমীন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই খান, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, ব্যাটেনারী সার্জন মাসুদ আলম, কুড়াখাল-কুড়–ন্ডি মাদ্রাসার সুপার মাও: জসিম উদ্দিন, পাহাড়পুর ইউপি সচিব চন্দন কুমার দাস, উপকারভোগীদের মধ্যে আছমা বেগম, সবুজ সরকার। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আঃ লতিফ সরকার, বাবুল আহম্মেদ মোল্লা, রুহুল আমীন, কাইয়ুম ভূইয়া, এ,কে,এম সফিকুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, নজরুল ইসলাম, আবুল হাশেম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, পল্লী স য় ব্যাকের ব্যবস্থাপক আফজাল আহম্মেদ সবুজ প্রমূখ। একুশে সংবাদ // এস.শুভ// ১৬.০৩.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1