সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জনগণের দুর্দশা লাঘবে ভূমিকা রাখতে হবে:শিল্প প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০:৪৪ এএম, মার্চ ১৬, ২০১৯
একুশে সংবাদ : দেশের উন্নয়নে সকলকে এক সাথে যার যার অবস্থান থেকে জনগণের কষ্ট ও দুর্দশা লাঘবে ভূমিকা রাখতে হবে। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গতকাল ঢাকার মধ্য কাফরুলের আইস ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় পানির সংকট উত্তরণে নতুন স্থাপিত পানির পাম্পের উদ্বোধনকালে একথা বলেন।তাঁর উদ্যোগ ও দিকনির্দেশনায় স্থানীয় জনগণের অংশগ্রহণে পানির পাম্পটি স্থাপন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, নিজের সমস্যা সমাধানের পাশাপাশি প্রতিবেশীর সমস্যা ও কষ্টের দিকেও খেয়াল রাখতে হবে। সকলে একযোগে কাজ করলে সকল সমস্যা সমাধান করা সম্ভব। তিনি বলেন, সরকার দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি দেশের জনগণকেও মূল্যবান অবদান রাখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মোল্লা।   একুশে সংবাদ // এস.পি.এই // ১৬.০৩.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1