সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ময়মনসিংহ হাইটেক পার্ক পরিদর্শন করলেন মোস্তাফা জব্বার

প্রকাশিত: ১০:৪১ এএম, মার্চ ১৬, ২০১৯
একুশে সংবাদ : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার গতকাল ময়মনসিংহে তথ্যপ্রযুক্তি বিভাগের হাইটেক পার্কের অধীন ময়মনসিংহ সদরে জেলা পর্যায়ে আইটি/হাইটেক পার্ক স্থাপন প্রকল্প ও নেত্রকোনায় নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিদর্শন করেন।দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, বিকাশ ও আইটি জ্ঞান সম্পন্ন মানবসম্পদ গড়ে তুলতে এই সকল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মন্ত্রী প্রকল্পের সার্বিক অগ্রগতি সরেজমিনে প্রত্যক্ষ করেন। তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে প্রকল্প কাজ শেষ করতে প্রকল্প পরিচালককে নির্দেশ দেন। উল্লেখ্য, ১১৩ শতক জমির ওপর ৪৩ কোটি টাকা ব্যয়ে নেত্রকোনায় ৩৫ হাজার ৫০০ বর্গফুটের ৬ তলা বিশিষ্ট শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পটি বাস্তবয়িত হচ্ছে। প্রকল্পটি ২০১৯ সালে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে প্রতি বছরে ২১০০ উদ্যোক্তা আইটি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে। এছাড়া ময়মনসিংহ হাইটেক পার্ক প্রকল্পটি ৭ একর জায়গার ওপর স্থাপন করা হয়েছে। ১৬০ কোটি টাকা ব্যয়ে উক্ত প্রকল্পের কাজ ২০২২ সালের মধ্যে শেষ হবে। প্রকল্পটি আইটি প্রশিক্ষণ স্টার্টআপ তৈরিতে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। পরিদর্শনকালে ময়মনসিংহের হাইটেক পার্কের প্রকল্প পরিচালক মোঃ গোলাম মোস্তফা এবং নেত্রকোনায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক গৌরীশংকর ভট্টাচার্য্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।   একুশে সংবাদ // এস.পি.এই // ১৬.০৩.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1