সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কলম্বো চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেলের তিন চলচ্চিত্র

প্রকাশিত: ০৪:১৩ পিএম, মার্চ ১৩, ২০১৯
একুশে সংবাদ : আগামী ২৯ মার্চ শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। তিনদিনের এ উৎসব চলবে ৩১ মার্চ পর্যন্ত। বিশ্বের নানা দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে এ উৎসবে। প্রদর্শিত হবে বাংলাদেশের চলচ্চিত্রও। এতে একুশে পদক প্রাপ্ত নির্মাতা ও লেখক তানভীর মোকাম্মেলের নির্মিত তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে ‘জীবনঢুলী’ ও ‘চিত্রা নদীর পারে’ পূর্ণদৈর্ঘ্য এবং ‘সীমান্তরেখা’। উৎসব কর্তৃপক্ষ নির্মাতা তানভীর মোকাম্মেলকে নিমন্ত্রণ জানিয়েছেন এবং তানভীর মোকাম্মেল উৎসবটিতে উপস্থিত থাকবেন। এছাড়া তিনি কলম্বো চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকা ছাড়াও কলম্বোর ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমীতে শ্রীলঙ্কার তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উদ্দেশ্যে একটি বক্তৃতা প্রদান করবেন। এ বিষয়ে তানভীর মুকাম্মেল বলেন, এটা অবশ্যই আমার জন্য সম্মানের। এমন একটি উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারছি। এবং এতে আমার নির্মিত তিনটি ছবি প্রদর্শিত হচ্ছে। একুশে সংবাদ // এস.পি.এই // ১৩.০৩.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1