সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

'মালয়েশিয়ায় পুলিশের গুলিতে দুই বাংলাদেশি নিহত'

প্রকাশিত: ০৪:৪১ পিএম, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
একুশে সংবাদ : মালয়েশিয়ায় পুলিশের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে।খবর মালয়েশিয়ার জাতীয় দৈনিক স্টার অনলাইনের। খবরে বলা হয়, দেশটির তামান মুডুন ও বাতু ৯ চেরাস এলাকার একটি বাড়ি থেকে অপহৃত এক বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এসময়ই পুলিশের অভিযানে দুইজন অপহরণকারী বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে দাবি করেছে পুলিশ। নিহত দুই বাংলাদেশির বিরুদ্ধে ১৩টি অভিযোগ ছিল। কাজাং ওসিপিডি’র সহকারী কমিশনার আহমেদ জাফির ইউসুফ বলেন, ‘কুয়ালালামপুরের পুলিশ একটি সংঘবদ্ধ চক্রকে ধরার জন্য ওঁৎ পেতে ছিল। মঙ্গলবার রাতে চেরাসের বাতু ৯ এবং তামান মুদুনের একটি ছোট স্থানে অবস্থান করছিলেন তারা। রাত ১টা ৩৫ মিনিটে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। সেখানে এক ব্যক্তিকে অপহরণ করে রাখা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল। অভিযান চলাকালীন সময়ে বাড়িটি থেকে অপহরণকারীরা গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছোঁড়ে পুলিশও। জাফির ইউসুফ বলেন, আমরা সফলভাবে অপহরণে আটক ব্যক্তিকে মুক্ত করি। গত ৮ ফেব্রুয়ারি সেন্তুল থেকে তাকে অপহরণ করা হয়। ঘটনাস্থল থেকে একটি ৯এমএম পিস্তল এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তিদের কাছ থেকে কোনো ধরনের ডকুমেন্টও পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে। ৩০৭ ধারায় পেনাল কোর্টে এই মামলাটির তদন্ত চলছে বলেও জানান তিনি। নিহত দুই বাংলাদেশির বিরুদ্ধে মালয়েশিয়ায় বিভিন্ন দেশের শ্রমিকদের অপহরণ করে চাঁদাবাজির অভিযোগ ছিল। মুক্তিপণের দাবিতে এই পর্যন্ত তারা মালয় রিংগিত ২.৫ মিলিয়ন অর্থ হাতিয়ে নিয়েছে বলে পুলিশ জানায়। একুশে সংবাদ // এস.ব,প // ১৩.০২.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1