সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর: পরিকল্পনা মন্ত্রী

প্রকাশিত: ১০:২৪ এএম, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
একুশে সংবাদ : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যে কোনো প্রকল্প গ্রহণে সরকার বদ্ধপরিকর। তিনি গতকাল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সুনামগঞ্জ সমিতি আয়োজিত জেলার বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, আমার আগ্রহ গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন। গ্রামীন অবকাঠামো, সুপেয় পানির ব্যবস্থা এ রকম প্রকল্পে আমি বেশি নজর দেবো। এসব প্রকল্প যেমন গ্রাম এলাকায় অর্থনৈতিক কর্মকা- বৃদ্ধি পায় তেমনি সে এলাকার জনগণের জীবনমানেরও উন্নতি হয়। সুনামগঞ্জ সমিতির সভাপতি আকবর হোসেন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, পীর ফজলুর রহমান মিজবাহ ও এডভোকেট শামীমা শাহরিয়ার এবং দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত প্রমুখ। একুশে সংবাদ // এস.পি.এই // ১৩.০২.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1