সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বঙ্গোপসাগরে ৪.৯ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ০২:১২ পিএম, ফেব্রুয়ারি ১২, ২০১৯
একুশে সংবাদ : বঙ্গোপসাগর এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৯। এছাড়া এ ভূমিকম্পে কেঁপে ওঠে চেন্নাইয়ের একাধিক এলাকা৷ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রের ১০ কিমি গভীরে৷ সোমবার রাতে এ ভূকম্পন অনুভূত হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, চেন্নাইয়ে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বহুতল ভবন ছেড়ে রাস্তায় বেড়িয়ে আসে বহু মানুষ৷ মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি৷ স্থানীয় প্রশাসন আপাতত কিছুক্ষণ বাড়ির বাইরে থাকার পরামর্শ দিয়েছে৷ এদিকে এ ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন বাসিন্দারা। এর আগে ওই এলাকায় বেশিরভাগ সময় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় ভূমিকম্প হতে দেখা গেছে। একুশে সংবাদ // এস.ক.ক // ১২.০২.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1