সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বইমেলায় উদার আকাশ বিশেষ সংখ্যা প্রকাশ

প্রকাশিত: ১০:৫৯ এএম, ফেব্রুয়ারি ১২, ২০১৯
বিশেষ প্রতিবেদক : ৪৩ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা সমাপ্ত হলো সোমবার ১১ ফেব্রুয়ারি ২০১৯। রবিবার, ১০ ফেব্রুয়ারি ফারুক আহমেদ সম্পাদিত উদার আকাশ বইমেলা ২০১৯ বিশেষ সংখ্যা "প্রান্তিক সমাজ" আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভাঙড়ের ভূমিকন্যা তথা বিশিষ্ট সমাজকর্মী, চিকিৎসক ও প্রান্তিক মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ নাবিলা খান ও মুর্শিদাবাদ জেলার কৃষক সুন্নত আলি, নদীয়া জেলার কৃষক আবু তালেম মন্ডল, সামিউল হক, হুজুর আমজাদ মহলদার, বাংলাদেশর কথা সাহিত্যিক সৈয়দ মাজহারুল পারভেজ, ফারুক নওয়াজ, ফায়জা সুলতানা, বাহারুল হক সহ সমাজের বেশ কয়েজন প্রান্তিক মানুষ। ঈদ উৎসব ও মহিষাসুর স্মরণ সংখ্যার পরে বইমেলা ১৪২৫ উৎসবে আবারও এক স্মরণযোগ্য সংগ্রহযোগ্য গবেষণাধর্মী সাময়িকী ফারুক আহমেদ সম্পাদিত উদার আকাশ-এর এই বর্তমান সংখ্যা। মূল্যবান প্রবন্ধ মালায় আবারও সমৃদ্ধ হবেন মননশীল পাঠক। অসাধারণ কবিতা লিখেছেন বিশিষ্ট কবি সুবোধ সরকার, শেখ সদর নইম, আনসার উল হক, অরূপ বন্দ্যোপাধ্যায়, আবদুস শুকুর খান, মহম্মদ মতিউল্লাহ, তাজিমুর রহমান, সিদ্ধার্থ সিংহ, মোনালিসা রেহমান, ইভা চক্রবর্তী, দেবাশিস কোনার সহ আরো অনেকেই। গল্প লিখেছেন প্রফুল্ল রায়, হারাধন চৌধুরী, হান্না হক প্রমুখ। অণুগল্প লিখেছেন সুখেন্দু বিকাশ মিত্র। ডা. নাবিলা খানের মূল্যবান স্বাস্থ্য-সম্পর্কিত লেখাটি দাগ কাটে। বিশেষ রচনায় অসাধারণ প্রবন্ধ লিখেছেন সমাজকর্মী ও মানুষ গড়ার কারিগর নাফিসা পারভিন। বেশ কিছু মননশীল প্রবন্ধ ও রচনায় ডালি সাজিয়ে দিয়েছেন সম্পাদক। উল্লেখযোগ্য হলো সুবীর ঘোষ, কস্তুরী রায় চ্যাটার্জী, পূর্ণিমা রায়, সেলিনা ইয়াসমিন, শামসুন নাহার, জীবন কুমার সরকার, আমানুল হক, সাইফুল্লা, সোনা বন্দ্যোপাধ্যায়, শান্তনু প্রধান, শুভেন্দু মন্ডল, রেজাউল করিম, কাজী আবু তোরাব প্রমুখ। সম্পাদক ফারুক আহমেদ-এর কলমে শিক্ষা প্রসারে অনন্য পথিকৃৎ সমাজসচেতনতামূলক কাজের জন্য স্বনামধন্য সমাজসেবক মোস্তাক হোসেনকে নিয়ে বিশেষ আলোকপাত পাঠ করলে ভাল লাগবে এবং সমৃদ্ধ হবে মনের আকাশ। একুশে সংবাদ // এস.ক.ক // ১২.০২.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1