সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মেসেঞ্জারে পাঠানো মেসেজ ডিলিট করবেন যে ভাবে?

প্রকাশিত: ১০:২৭ এএম, ফেব্রুয়ারি ১০, ২০১৯
একুশে সংবাদ : ভুল করে কাউকে কোনও মেসেজ পাঠিয়েছেন বা না পাঠাতে চাইলেও চাপ লেগে চলে গেছে। এটি আপনার জন্য অনেক সময় বিব্রতের কারণ হয়ে দাঁড়ায় । শুধু বিব্রত নয় কোন কোন সময় ক্ষতির কারণও হয়ে উঠে সেটি। তবে এখন আর ভয় নেই। কারণ, আনসেন্ড ফিচারের মাধ্যমে আপনি পাঠানোর পরও মেসেজ ডিলিট করতে পারবেন। এখন থেকে মেসেঞ্জারে এই সুবিধাটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, পাঠানোর পরও মেসেজ ডিলিট করতে হলে আপনাকে সেটা ১০ মিনিটের মধ্যে করতে হবে। তা নাহলে আপনি আর ডিলিট করার সুযোগ পাবেন না। নতুন এ সেবাটির কারণে ভার্সুয়াল জগতে অনেক অপরাধ কমে আসবে বলেই মনে করছেন প্রযুক্তিবিদরা। পাশাপাশি মেসেঞ্জারে স্ক্রিনশট ফাঁস হওয়ার যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সেটারও কিছুটা স্বস্তি আসবে। পাঠানোর পরও যেভাবে মেসেজ ডিলিট করবেন * যে মেসেজটি ডিলিট করতে চান সেটি চাপ দিয়ে ধরে রাখুন * সিলেক্ট হওয়ার পর দুটি অপশন আসবে * প্রথমটি ‘রিমুভ ফর এভরিওয়ান’ * দ্বিতীয়টি ‘রিমুভ ফর ইউ’ *এখানে ‘রিমুভ ফর এভরিওয়ান’ অপশন চাপলেই মেসেজ ডিলিট হয়ে যাবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাই সুবিধাটি উপভোগ করতে পারবেন। সেবাটি পেতে মেসেঞ্জারের সর্বশেষ ভার্সন ব্যবহারের কথা জানিয়েছে ফেসবুক। একুশে সংবাদ // এস .স.প // ১০.০২.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1