সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

খুলনার ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১২:১১ পিএম, জানুয়ারি ১৯, ২০১৯
একুশে সংবাদ : খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকালে লাইনচ্যুত বগি দুটি সরিয়ে রেলপথ মেরামতের কাজ শেষ হয়। এতে খুলনা ও যশোরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। রেল কর্তৃপক্ষ জানায়, পাবনার পাকশি থেকে রাত ১০টা উদ্ধারকারী ট্রেন আসে। এর পর রেলওয়ের ৮০ জনের একটি দল ইঞ্জিন উদ্ধার ও রেলপথ সংস্কারে কাজ করে। এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কোটচাঁদপুর স্টেশন থেকে ২০০ গজের মধ্যে ফুলবাড়ি রেলগেটের কাছে বগি দুটি লাইনচ্যুত হয়। একুশে সংবাদ //এস.নদি // ১৯.০১.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1