সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

যেভাবে তৈরি করবেন চিকেন নাগেট

প্রকাশিত: ১২:৫৭ পিএম, ডিসেম্বর ১৯, ২০১৮
একুশে সংবাদ : বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন চিকেন নাগেট। এটি শিশুদের প্রিয় একটি খাবার। তাই চিকেন নাগেট রাখতে পারেন শিশুর টিফিনেও। চলুন জেনে নেই কি ভাবে তৈরি করবেন চিকেন নাগেট ---- উপকরণ: মুরগির মাংস কিমা- ৫০০ গ্রাম, পেঁয়াজ- ১টি, ডিম- ১টি, পাউরুটি স্লাইস- ৫টি, ব্রেডক্রাম্ব- ১কাপ, রসুন বাটা- ১চা চামচ, গোল মরিচ গুঁড়া- ১/৪ চা চামচ, ময়দা- ১কাপ, পানি- ২কাপ, তেল- ভাজার জন্য। প্রণালি: মুরগির মাংসের কিমা, পাউরুটি স্লাইস, রসুন, গোল মরিচ গুঁড়া, লবণ, পেঁয়াজ একসাথে নিয়ে মিক্স করে নিন। এই মিশ্রণটি একটি বাটিতে নিন এবং ১ টেবিল চামচ করে তুলে নাগেটের আকৃতি দিন। আরেকটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। এখন নাগেটগুলো একেক করে নিয়ে ময়দা ডিম ও ব্রেডক্রাম্ব মেখে নিন। এবার বাদামি রং না হওয়া পযর্ন্ত ডুবো তেলে ভাজুন। তৈরি হয়ে গেল মজাদার চিকেন নাগেট। একুশে সংবাদ // এস.ন.জ // ১৯.১২.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1