সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আত্রাইয়ে শীতকে উপেক্ষা করে চলছে নৌকার পক্ষে প্রচার-প্রচারনা

প্রকাশিত: ০৩:০৩ পিএম, ডিসেম্বর ১৭, ২০১৮
আত্রাই (নওগাঁ) : ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই জমে উঠছে প্রচার-প্রচারণা। সারা দেশের ন্যায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে পুরোদমে বাজতে শুরু করেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল। দম ফেলার ফুরসত নেই প্রার্থী ও দলীয় অঙ্গসংগঠনের কর্মীদের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে সকল ভেদাভেদ ও দ্বন্দ্ব ভুলে গিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে হাট-বাজার এমনকি ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা করছে উপজেলার প্রতিটি ইউনিয়নের কর্মী টিম। আবারো সকল সাম্প্রদায়িকতা ও বাধাকে জয় করে আগামী নির্বাচনে বিপুল ভোটে উন্নয়নের প্রতিক নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। প্রচন্ড শীতকে উপেক্ষা করে প্রতিদিন নৌকার পক্ষে ভোট প্রার্থনা করার লক্ষে উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে সাধারন মানুষদের মাঝে বিগত দশ বছরে আ’লীগ সরকারের উন্নয়নের কথা বলা ও সংক্ষিপ্ত তালিকা সম্বলিত লিফলেট বিতরন করছে আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। ভোটারদের সামনে তারা আত্রাই ও রাণীনগর উপজেলার বর্তমান সংসদ সদস্যের নেতৃত্বে কি কি উন্নয়ন হয়েছে এবং আগামীতে আর কি কি উন্নয়ন করা হবে তা তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় সোমবার উপজেলার প্রত্যন্ত এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে নৌকার কর্মী ও সমর্থকরা। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে ৩য় বারের মতো নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য ইসরাফিল আলম। এই আসনে পুনরায় ইসরাফিল আলমকে নৌকার বিজয় মালা পড়ানোর লক্ষে দিন-রাত উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কাজ করে যাচ্ছেন। প্রচারনার সময় উপস্থিত ছিলেন শাহাগোলা ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানসহ স্থানীয় আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রচন্ড শীতকে উপেক্ষা করে নৌকার কর্মী ও সমর্থকরা দিন-রাত নৌকার জন্য ভোট প্রার্থনা করে চলেছে। একুশে সংবাদ // এস.নাহিদ // ১৭.১২.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1