সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তিনি পৃথিবীর বয়স্কতম স্কাইডাইভার !(ভিডিও)

প্রকাশিত: ১২:৩৪ পিএম, ডিসেম্বর ১৩, ২০১৮
একুশে সংবাদ : বয়স মাত্র ১০২ বছর, ১৯৪ দিন।১৪,০০০ ফুট থেকে ঝাঁপিয়ে তিনি এখন পৃথিবীর বয়স্কতম স্কাইডাইভার।সেটাই দেখিয়ে দিলেন অস্ট্রেলিয়ার এই বৃদ্ধা। খবর এনডিটিভির। মোটর নিউরন রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য অর্থ সংগ্রহ করতে এই কাজ করেন ইরিন ও'শিয়া। তার মেয়ে এই রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকে আক্রান্তদের জন্য অর্থ সংগ্রহের কাজ করছেন তিনি। অস্ট্রেলিয়ান গণমাধ্যম জানায়, এর আগে ২০১৬-তে নিজের ১০০তম জন্মদিনে প্রথমবার স্কাইডাইভ করেছিলেন ও'শিয়া। কিন্তু এদিনের মতো তা এতটা সফল ছিল না। দক্ষিণ অস্ট্রেলিয়ার আকাশে বিমান থেকে ১৪,০০০ ফুট ওপরে ঝাঁপ দিলেন ইরিন। সঙ্গে ছিলেন এক প্রশিক্ষক। প্যারাশ্যুট ঠিক সময় খুলে নির্ভুল ভাবে মাটিতে নেমে আসেন তিনি। প্যারাশ্যুট খোলার আগে ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে নীচে পড়ার অভিজ্ঞতা কেমন? জানতে চাইলে ইরিন বলেন, 'সব ঠিক ছিল।' তিনি বলেন, ‘আকাশ খুবই পরিষ্কার ছিলো। আবহাওয়াও ভাল ছিলো, তবে ওপরে খুব ঠাণ্ডা।’ https://youtu.be/I2N5vvP3GyA একুশে সংবাদ // এস.ক.ক // ১৩.১২.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1