সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

খালেদা জিয়ার রিটে হাইকোর্টের বিভক্ত আদেশ

প্রকাশিত: ০৩:১০ পিএম, ডিসেম্বর ১১, ২০১৮
একুশে সংবাদ : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিন আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে আনা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার তিনটি রিটের ওপর বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্ট। আজ হাইকোর্টে একটি ডিভিশন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) আদেশ স্থগিত করে রুল জারি করে আদেশ দেয়। অপরদিকে বেঞ্চের অপর বিচারপতি মো. ইকবাল কবির এ আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করেন। আদেশের পর বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, এখন নিয়ম অনুসারে আবেদনগুলো প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। তিনি বিষয়গুলো নিষ্পত্তির জন্য অন্য বিচারপতির (তৃতীয় বেঞ্চে) কাছে পাঠাবেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। অপরপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। একুশে সংবাদ // এস.ব,স // ১১.১২.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1