সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করবে : ড. কামাল

প্রকাশিত: ০২:৪২ পিএম, নভেম্বর ১১, ২০১৮
একুশে সংবাদ : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ বিষয়টি ঘোষণা করেছেন। আজ রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট। বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে যাবে এই রাজনৈতিক জোট এমনটা দাবি করছিলেন আওয়ামী লীগের নেতাসহ বেশ কয়েকজন বিশ্লেষক। অবশেষে সে বিষয়েই আনুষ্ঠানিক ঘোষণা এলো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডি সহ-সভাপতি তানিয়া রব ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ। একুশে সংবাদ // এস.ক,ক // ১১.১১.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1