সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মেক্সিকোতে গণকবরে ৫শতাধিক লাশের সন্ধান

প্রকাশিত: ০৮:০৫ পিএম, নভেম্বর ৮, ২০১৮
একুশে সংবাদ : মেক্সিকো কর্তৃপক্ষ সোমবার ভেরাক্রুজের নতুন গণকবর থেকে মৃতদেহ উদ্ধার শুরু করেছে। এসব গণ কবর থেকে শয়ে শয়ে লাশ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা। মাদক পাচারকারীদের দ্বারা এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। খবর এনডিটিভির। সোলেক্টিও কালেকটিভ নামে মায়েদের একটি দল রয়েছে। নিজেদের নিখোঁজ শিশুদের খোঁজার জন্যই সংগঠিত হয়েছিলেন মায়েরা। নানা শোনা কথার মধ্যে থেকেই এই জায়গাটি সম্পর্কে জানতে পারেন তাঁরা। এই দলের মুখপাত্র রোসালিয়া কাস্ত্রো টস বলেন, ‘এখানে ৪০০ থেকে ৫০০ টি মৃতদেহ রয়েছে। এটি একটি মৃত্যু শিবির, বা তার চেয়েও খারাপ কিছু হয়তো।’ এই কবরটি অন্য আরেকটি কবর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। অন্য এই কবর কলিনাস ডি সান্তা ফে-তে ২৯৬ টি মৃতদেহ পাওয়া যায়। মেক্সিকোর বৃহত্তম বন্দরগুলির অন্যতম ভেরাক্রুজ দুই প্রতিদ্বন্দ্বী ড্রাগ কার্টেল বা মাদক পাচারকারী দল জালিস্কো নিউ জেনারেশন এবং লস জেটাসের রক্তাক্ত নৃশংসতার কুখ্যাত স্থান। গভর্নর জেভিয়ার ডুয়ার্টের প্রশাসনের সময় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারাও এই কার্টেলগুলির সঙ্গে জড়িত ছিল। বর্তমানে জেলে রয়েছেন এই প্রাক্তন গভর্নর। ডুয়ার্টের প্রশাসন ক্ষমতায় থাকাকালীন মৃত্যুদন্ড স্কোয়াডগুলি চালানোর অভিযোগ ওঠে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের একটি বড় অংশের বিরুদ্ধে। মেক্সিকো গত বছর ২৮৭১১টি খুনের ঘটনায় রেকর্ড করেছে। মূলত শক্তিশালী মাদক পাচারকারী দল দ্বারাই পরিচালিত এই হত্যাকাণ্ডগুলি। ২০০৬ সাল থেকে সরকার মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনী নিয়োজিত করেছিল। তখন থেকে আজ পর্যন্ত দুই লাখেরও এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। একুশে সংবাদ // এস.পি.এই // ০৮.১১.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1