সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা লিট ফেস্ট ধর্মনিরপেক্ষতা ও বৈচিত্র্যের মূলনীতিকে ধারণ করে আসছে :সংস্কৃতি মন্ত্রী

প্রকাশিত: ০৭:১৩ পিএম, নভেম্বর ৮, ২০১৮
একুশে স্যংবাদ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমাদের সংবিধানের অন্যতম মূলনীতি হল ধর্মনিরপেক্ষতা ও বৈচিত্র্যকে লালন করা। আন্তর্জাতিক সাহিত্য উৎসব ঢাকা লিট ফেস্টও শুরু থেকেই সেই ধর্মনিরপেক্ষতা ও বৈচিত্র্যের মূলনীতিকে ধারণ করে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞানকে পৃষ্ঠপোষকতা প্রদান করেছেন। তিনি শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানী ও গবেষকদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পিতার পদাঙ্ক অনুসরণ করে বিজ্ঞান শিক্ষার পাশাপাশি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন এবং তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা বিকাশ ও প্রসারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে যথোপযুক্ত নির্দেশনা দিয়েছেন।’ মন্ত্রী আজ রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলা একাডেমির আয়োজন আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট-২০১৮’এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উদ্বোধন পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক কাজী আনিস আহমেদ, আহসান আকবর ও সাদাফ সাজ। বিদেশি অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিৎজার পুরস্কার বিজয়ী লেখক অ্যাডাম জনসন ও প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী ও পরিচালক নন্দিতা দাস। তিন দিনব্যাপী এ উৎসবের ৯০টি অধিবেশনে দেশ-বিদেশের প্রায় তিন শতাধিক কবি-সাহিত্যিক, শিল্পী, চিন্তাবিদ, গবেষক এবং আলোচক অংশ নিচ্ছেন। উল্লেখ্য, ঢাকা লিট ফেস্টের কি-স্পন্সর হিসেবে থাকছে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন। একুশে সংবাদ // এস.পি.এই // ০৮.১১.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1