সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মোবাইল প্রযুক্তির বিকাশে আরও একটি নতুন মাইলফলক স্থাপিত হয়েছে

প্রকাশিত: ০৭:০৪ পিএম, নভেম্বর ১, ২০১৮
একুশে সংবাদ : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন মোবাইল টাওয়ার শেয়ারিংয়ের মাধ্যমে দেশে মোবাইল প্রযুক্তির বিকাশে আরও একটি নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। টাওয়ার শেয়ারিং কার্যকর হলে টাওয়ারের জন্য মোবাইল অপারেটরসমূহকে (কোম্পানি) বিনিয়োগের প্রয়োজন হবে না বরং এর মাধ্যমে মোবাইলের মানসম্পন্ন ও উন্নত সেবা খাতে অপারেটরদের জন্য বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি এ সুযোগ কাজে লাগিয়ে গুণগতমানের মোবাইল সেবা প্রদানে জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী আজ ঢাকায় বিটিআরসি মিলনায়তনে চার ( ০৪) টি প্রতিষ্ঠানকে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার অবকাঠামো ভাগাভাগি সংক্রান্ত টাওয়ার শেয়ারিং লাইসেন্স প্রদান উপলক্ষে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার এবং বিটিআরসি চেয়ারম্যান মোঃ জহুরুল হক বক্তৃতা করেন। জনাব মোস্তাফা জব্বার বলেন দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। তিনটি শিল্প বিপ্লব মিস করেও বাংলাদেশ ডিজিটাল শিল্প বিপ্লবে বিশ্বের নেতৃত্বের আসনে আসীন। ১৯৭৩ সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের সদস্য পদ অর্জন এবং ১৯৭৫ সালে বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে জাতির পিতা ডিজিটাল বিপ্লবের বীজ বপন করেছিলেন। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মোবাইলের মনোপলি ব্যবসা বন্ধ করে মোবাইলের লাইসেন্স উন্মুক্ত করে সাধারণ মানুষের হাতের নাগালে মোবাইল ব্যবহারের সুযোগ সৃষ্টির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিপ্লব বিকশিত করেছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত গত প্রায় দশ বছরে বাংলাদেশ তথ্যপ্রযুক্তি বিকাশে বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে বৈশ্বিক নেতৃত্বের যোগ্যতায় আজ উপনীত হয়েছে। ইতোমধ্যে ৪-জি এবং এমএনপি চালু করা হয়েছে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। তিনি বলেন মোবাইল এখন একটা প্রযুক্তিই নয়, এটি একটি ব্যক্তির পরিচিত হিসেবে চিহ্নিত। প্রযুক্তির নতুন ভার্সন ৫-জি ইতোমধ্যে আমরা পরীক্ষা সম্পন্ন করেছি। যার গতি হবে সেকেন্ডে ২০ জিবিপিএস। এর ফলে যন্ত্রের সাথে যন্ত্রের কথা হবে। এজন্য এখন থেকেই প্রস্তুুতি নিতে হবে। বাংলাদেশ এখন রুপকল্প ২০২১ কিংবা ২০৪১ সালে উন্নত জাতি বিনির্মাণের স্বপ্নই দেখে না, ২১০০ সালের মধ্যে বদ্বীপ পরীকল্পনা বাস্তাবায়নের লক্ষ্যে কাজ করছে। শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বই পারে, জাতিকে সমৃদ্ধির ঠিকানায় পৌছাতে, তিনি উল্লেখ করেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, টাওয়ার শেয়ারিং ও ৪জি চালুর কার্যক্রম গত দশ মাসের নিরন্তর প্রচেষ্টার ফসল। তিনি বলেন, গত দশ বছরে তথ্য প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির ফলে এ খাতে কর্মসংস্থান বেড়েছে। বাংলাদেশের এগিয়ে দিতে তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশ প্রেমের মহান ব্রত নিয়ে কাজ করার আহবান জানান। মন্ত্রী অনুমোদিত চার (০৪) প্রতিষ্ঠান, ইডটকো বাংলাদেশ কো: লিমিডেট, সামিট পাওয়ার লিমিটেড, কীর্তনখোলা টাওয়ার বাংলাদেশ লিমিটেড এবং এবিহ হাইটেক কনসোর্টিয়াম লিমিটেড কর্তৃপক্ষের হাতে এ লাইসেন্স হস্তান্তর করেন। ইডকো এর পক্ষে প্রতিষ্ঠানটি কান্ট্রি ব্যবস্থাপনা পরিচালক রাহুল চৌধুরী, সামিট টাওয়ারস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফ আল ইসলাম, এবি হাইটেক কনসোর্টিয়াম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান মোল্লা এবং কীর্তনখোলা টাওয়ার বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম লাইসেন্সসমূহ গ্রহন করেন। একুশে সংবাদ // এস.পি.এই // ০১.১১.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1