সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অসাম্প্রদায়িক অপশক্তি কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:২৮ এএম, অক্টোবর ১৮, ২০১৮
একুশে সংবাদ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে অসাম্প্রদায়িক অপশক্তি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ এই অশুভ শক্তির বিরুদ্ধে যে লড়াই চালিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণ এই লড়াইয়ে জয়ী হবেই। মন্ত্রী গতকাল সন্ধ্যায় চোদ্দ দলীয় নেতৃবৃন্দসহ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন প্রাঙ্গণে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গোৎসবের পূজাম-প পরিদর্শনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব দরবারে বর্তমানে বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ দেশ হিসেবে যে বিশেষ মর্যাদায় অভিষিক্ত করা হয়েছে সেই মর্যাদা আওয়ামী লীগ কখনো ভূলুণ্ঠিত হতে দেবে না। অশুভ শক্তির দলগুলো যত চক্রান্তই করুক না কেন তাদের অপচেষ্টা দেশে সফল হবে না। এদেশের অসাম্প্রদায়িক মনোভাবের জনগণের কাছে সেই শক্তি পরাজিত হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। আমাদের প্রতিজ্ঞা, সকল ধর্ম-বর্ণের মানুষকে সাথে নিয়ে যেন তাঁর স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে পারি। সনাতন সমাজ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, সংঘের সাধারণ সম্পাদক স্বপন মজুমদারসহ চোদ্দ দলীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। পরে মন্ত্রী ঢাকা রামকৃষ্ণ মিশনের মঠ ও পূজাম-প পরিদশর্ন করেন। মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ এবং মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ এসময় উপস্থিত ছিলেন। একুশে সংবাদ // এস.পি.এই // ১৮.১০.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1