সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নবমস্থানে নারী ক্রিকেট দলের টি-২০ র‌্যাংকিং

প্রকাশিত: ১১:২৭ এএম, অক্টোবর ১৪, ২০১৮
একুশে সংবাদ :অবশেষে নারী টি-২০ র‌্যাংকিং প্রথা চালু করলো ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথমবারের মতো প্রকাশিত এই র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। ১৯৩ রেটিং নিয়ে নবমস্থানে রয়েছে সালমা-রুমানারা। নারী ক্রিকেটে ওয়ানডে র‌্যাংকিং থাকলেও ছিলনা টি-২০ র‌্যাংকিং । ওয়ানডেতে ৪৯ রেটিং নিয়ে একই অবস্থানে আছে বাংলাদেশ। চলতি বছরের জুন থেকে সদস্য দেশগুলোর টি-২০ ম্যাচগুলো আন্তর্জাতিক মর্যাদা পাচ্ছে। তাই এই ফরম্যাটের র‌্যাংকিং প্রকাশ করলো আইসিসি। ৪৬টি দেশকে র‌্যাংকিং-এ অর্ন্তুভুক্ত করেছে আইসিসি। ২৮০ রেটিং নিয়ে র‌্যাংকিং-এর শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। চতুর্থ থেকে অস্টম পর্যন্ত আছে- ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলংকা। আইসিসি নারী টি-২০ র‌্যাংকিংয়ে শীর্ষ দশ দেশ : র‌্যাংকিং দেশ ম্যাচ রেটিং ১ অস্ট্রেলিয়া ১৯ ২৮০ ২ নিউজিল্যান্ড ২৫ ২৭৭ ৩ ইংল্যান্ড ১৯ ২৭৬ ৪ ওয়েস্ট ইন্ডিজ ১৯ ২৫৯ ৫ ভারত ২৭ ২৪৯ ৬ দক্ষিণ আফ্রিকা ২১ ২৪৩ ৭ পাকিস্তান ২৪ ২২৭ ৮ শ্রীলংকা ২৩ ২০৭ ৯ বাংলাদেশ ২৭ ১৯৩ ১০ আয়ারল্যান্ড ১৩ ১৮৮ একুশে সংবাদ // এস.র,ন //১৪.১০.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1