সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

২১ আগস্ট মামলায় আমরা ন্যায়বিচার প্রত্যাশা করি :কাদের

প্রকাশিত: ০২:০১ পিএম, অক্টোবর ৯, ২০১৮
একুশে সংবাদ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে ঘিরে বিএনপি কোনো নাশকতা-সহিংসতা করার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। আজ মঙ্গলবার সকা‌লে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আল রিয়াদ এক্সপ্রেস বাসের যাত্রা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরো ব‌লেন, আমরা ন্যায় বিচার চাই। আমি নিজেও তো এই হামলায় আহত হয়েছি। আমাদের নেত্রীর একটা কানের শ্রবণশক্তি চলে গিয়ে‌ছিল। আইভি রহমানসহ ২৪ জনের প্রাণ গেছে। ওবায়দুল কাদের বলেন, ‘সবাই জানে এটার মাস্টারমাইন্ড হচ্ছে হাওয়া ভবন এবং তারেক জিয়া। এখন সত্যকে আড়াল করে লাভ নেই। তারপরও রায়ের আগে আমরা এ ব্যাপারে ও রকম মন্তব্য করতে চাই না। কিন্তু ন্যায়বিচার যেন আমরা পাই এবং আমরা ন্যায়বিচার প্রত্যাশা করি আদালতের কাছে। এই রায় নিয়ে তৃণমূলে নেতাকর্মীদের নির্দেশনা বা কোন প্রতিক্রিয়া থাকবে কী না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার ছাড়া আমাদের আর কোনো প্রতিক্রিয়া নেই। বিএনপি এটাকে নিয়ে যদি কোনও সমস্যা তৈরি করতে চায়, যদি সহিংস নাশকতা করতে চায় সেটাকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরো ব‌লেন, আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে আছে। আমরা জানি, এই মামলার রায় নিয়ে বিএন‌পি এখন থেকে বড় ধরনের নাশকতা ও সহিংসতার পরিকল্পনা নিচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে এটা ২০১৪ সাল নয়, এখন ২০১৮ সাল। সেই ধরনের কোনও অপচেষ্টা হলে প্রতিরোধ করবে দেশের জনগণ। একুশে সংবাদ // এস.ক.ক // ০৯.১০.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1