সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শুরু হোক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মহাযাত্রা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

প্রকাশিত: ০৭:৩১ পিএম, অক্টোবর ৮, ২০১৮
একুশে সংবাদ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘শুভ মহালয়া উৎসব সনাতন ধর্মের দেবী দুর্গার আগমনী বার্তা বহন করে। আজকের এ শুভক্ষণে শুরু হোক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মহাযাত্রা। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানাই।’ মন্ত্রী আজ রাজধানীর স্বামীবাগ লোকনাথ মন্দিরে ১১৮তম শুভ মহালয়া উৎসব-১৪২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশ একটি ফুলের বাগান। এখানে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম-বর্ণ -গোত্রের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে একত্রে বসবাস করে আসছে। তিনি শুভ মহালয়া উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ সবাইকে এ সম্প্রীতির ধারা যাতে অব্যাহত থাকে সে আহ্বান জানান। তিনি একই সাথে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেওয়ারও আহ্বান জানান। সংসদ সদস্য পংকজ নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি আশীষ রঞ্জন দাস এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। অনুষ্ঠানে ‘আগমনী আলো’ শীর্ষক নৃত্যালেখ্য পরিবেশিত হয় যেটি পরিচালনা করেন অনিক বোস। চ-ীপাঠ করেন শিমুল ইউসুফ। একুশে সংবাদ // এস.পি.এই // ০৮.১০.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1