সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নির্বাচনকে বানচাল করাই ঐক্য নেতাদের আসল উদ্দেশ্য:মেনন

প্রকাশিত: ০৬:৩২ পিএম, সেপ্টেম্বর ২৪, ২০১৮
একুশে সংবাদ": “বিএনপি বৃহৎ ঐক্যের নেতাদের আমলনামা দেখে বোঝা যায়, কোন গণতন্ত্র আর ভোটের অধিকার প্রতিষ্ঠার কথা তারা বলছেন। এদের কেউ ছিলেন এক এগারোর সেনা শাসনের উপদেষ্টা, কেউবা এক এগারোর সেনা শাসকদের সাংবিধানিক পরামর্শদাতা। কেউ তথাকথিত সংস্কারপন্থী। আর কেউবা সেনা শাসনকে প্রলম্বিত করতে জাতীয় সংলাপের প্রবক্তা। বস্তুত, প্রকৃত জনগণকে গণতান্ত্রিক অধিকার বা ভোটাধিকার নয়, বরং আসন্ন নির্বাচনকে বানচাল করার অসৎ উদ্দেশ্যই তাদের এই ভূমিকা। জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে এই কুচক্রিদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ও সংবিধানের ধারাকে অব্যাহত রাখতে হবে।” আজ ২৪ সেপ্টেম্বর বিকেলে বরিশালের উজিরপুর গার্লস কলেজে অনুষ্ঠিত উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির এক বিশাল কর্মীসভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি একথা বলেন। ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক ফায়জুল হক বালী ফারাইন-এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নিলু, কমরেড আবদুল খালেক, বরিশাল জেলা সম্পাদক এ্যাড. শেখ টিপু সুলতান এমপি, জাতীয় সংসদের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী কমরেড জহুরুল ইসলাম টুটুল, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক জামাল হোসেন, উপজেলা কমিটির সদস্য ফারুক, উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সীমা রানী সীল প্রমুখ। কর্মীসমাবেশে পার্টির বরিশাল-২ আসনের পার্টির মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম টুটুলকে পরিচয় করিয়ে দিয়ে মেনন বলেন, পার্টি জোটগতভাবে নির্বাচন করবে। সেই লক্ষ্যে দলের শরীদের সঙ্গে আলোচনা হবে। ওয়ার্কার্স পার্টি একইভাবে দলীয় প্রার্থীদের প্রস্তুতিও রাখছে। তিনি বলেন, যে পরিস্থিতিই হোক পার্টির সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে কাজ করতে হবে এবং ১৪ দলের বিজয় নিশ্চিত করতে হবে। সভায় নজরুল হক নিলু বলেন, উজিরপুরের সন্ত্রাস বন্ধ করতে গিয়ে রাশেদ খান মেননকে গুলিবিদ্ধ হতে হয়েছিল। তারপর এলাকায় সন্ত্রাস মুক্ত হয়েছিল। কিন্তু তারপরেও বিভিন্ন সময় যে সব দলের প্রতিনিধিরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তাদের সময়ে পুনরায় ঐ হত্যা, বোমা, সন্ত্রাসের রাজনীতি ফিরে এসেছে। সর্বশেষ উদাহরণ জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিৎ হালদারের নৃশংস হত্যাকান্ড। সভার শুরুতে তার মৃত্যুতে শোক প্রকাশ করে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। একুশে সংবাদ // এস. পি.এই // ২৪.০৬.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1