সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজধানীর তিন নদীর দুই তীরে ২২০ কিমি হাঁটার পথ হবে

প্রকাশিত: ০৪:৪৯ পিএম, সেপ্টেম্বর ২০, ২০১৮
একুশে সংবাদ : রাজধানী ঢাকার চার পাশের তিনটি নদীর দুই তীরে ২২০ কিলোমিটার হাঁটার পথ তৈরি করবে সরকার। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরে অবৈধ দখল ঠেকানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ে নদী দূষণ রোধ ও নাব্যতা বৃদ্ধি সংক্রান্ত টাস্কফোর্সের ৩৮তম সভায় এ তথ্য জানানো হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সভায় পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। ওই সভায় জানানো হয়, এরইমধ্যে তিন নদীতে ২০ কিলোমিটার হাঁটার পথ নির্মাণ করা হয়েছে। আরও ৫০ কিলোমিটার পথ নির্মাণ কাজ আগামী ৫ অক্টোবর শুরু হবে। বাকি ১৫০ কিলোমিটার পথ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। একুশে সংবাদ // এস.স,প // ২০.০৯.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1