সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পিছিয়ে পড়া মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: সমবায় প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০:৪৯ এএম, সেপ্টেম্বর ২০, ২০১৮
একুশে সংবাদ : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সমাজের ভাগ্যবিড়ম্বিত ও অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সরকার সামাজিক সুরক্ষার আওতা বৃদ্ধি করেছে। চলতি অর্থবছরের বাজেটে দলিতসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে ৬৪ হাজার ৬৫৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এতে সমাজে পিছিয়ে পড়া লাখ লাখ মানুষ উপকৃত হচ্ছেন। প্রতিমন্ত্রী গতকাল প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘শারি’ ও ইউএনডিপি’র আয়োজনে ‘দলিত সম্প্রদায়ের গ্রাম সালিশ কমিটি হিসেবে পঞ্চায়েতের স্বীকৃতি ও রাষ্ট্রের করণীয়’ বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শারি’র নির্বাহী পরিচালক প্রিয় বালা বিশ্বাসের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. মেজবাহ কামাল, ইউএনডিপি প্রতিনিধি তাছলিমা ইসলাম, বিশিষ্ট সাংবাদিক সন্তোষ শর্মা, আইনজ্ঞ ব্যারিস্টার তাপস কুমার বল, দলিত নেতা রামানান্দ দাস ও রঞ্জন বকশী নূপুর। প্রতিমন্ত্রী বলেন, এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়া হবে। সরকার গ্রাম আদালতের মাধ্যমে পল্লিবাসীর বিভিন্ন বিচার কাজ সফলভাবে সম্পন্ন করছে। এতে সময়, অর্থ ও অহেতুক হয়রানি হ্রাস পেয়েছে। একইভাবে পঞ্চায়েত ব্যবস্থা চালু করা গেলে দলিতদের দৈনন্দিন সমস্যাবলি সহজে সমাধান করা সম্ভব হবে। দেশের প্রায় এক কোটি দলিত জনগোষ্ঠীর সুষ্ঠু আবাসন, শিক্ষা, কর্মসংস্থান ও স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলে দেশের অভাবনীয় উন্নয়ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান সম্ভব নয় বলে জানান প্রতিমন্ত্রী। সরকার অনগ্রসর জনগোষ্ঠীর দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি ইউএনডিপি’র দলিতবান্ধব কর্মসূচির প্রশংসা করে বলেন, এ ব্যাপারে আরো বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সরকারের চলমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মকা-ে সহায়ক ভূমিকা রাখতে হবে। তিনি শারি’কে দলিত সম্প্রদায়ের জন্য আরো মানব কল্যাণধর্মী কার্যক্রম সম্প্রসারণের পরামর্শ দিয়ে সার্বিক সহায়তার আশ্বাস দেন। একুশে সংবাদ // এস.পি.এই // ২০.০৯.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1