সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ ৪৭তম জন্মদিন হারিয়ে যাওয়া নক্ষত্রের

প্রকাশিত: ১১:৫৮ এএম, সেপ্টেম্বর ১৯, ২০১৮
একুশে সংবাদ : আজ ৪৭তম জন্মদিন জনপ্রিয় নায়ক সালমান শাহর। ১৯৭১ সালের আজকের এই দিনে নায়ক সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন। সালমানের আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্রে 'সালমান শাহ' নামই পরিচিত ছিলেন। ১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পাওয়া সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক। তার দ্বিতীয় চলচ্চিত্র জহিরুল হক ও তমিজউদ্দিন রিজভী পরিচালিত ‘তুমি আমার’ ব্যবসা সফল হয়। এতে তার বিপরীতে ছিলেন শাবনূর। এ ছবির সফলতায় শাবনূর-সালমান শাহ জুটি একে একে বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, বিচার হবে, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রুসহ মোট ১৪টি ছবিতে অভিনয় করেছেন। সব কটি ছবি ব্যবসা সফল হয়। ১৯৮৬ সালের দিকে বিটিভিতে প্রচারিত হানিফ সংকেতের ‘কথার কথা’ ম্যাগাজিনে মাদক সচেতনতা বিষয়ক ‘নামটি ছিল তার অপূর্ব’ ওই মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন। ভিডিওটিতে ‘অপূর্ব’র ভূমিকায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। বেশকিছু নাটকে অভিনয় করেন সালমান শাহ। ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। পরে দেয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী নাটকে অভিনয় করেন। এছাড়া তিনি ১৯৯০ সালে মঈনুল আহসান সাবের রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত পাথর সময় ও ১৯৯৪ সালে ইতিকথা ধারাবাহিক নাটকে অভিনয় করেন। একুশে সংবাদ // এস.ক.ক // ১৯.০৯.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1