সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

'উভয় দেশের স্বার্থেই বাংলাদেশ-ভারত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ'

প্রকাশিত: ১০:১৭ এএম, সেপ্টেম্বর ১৯, ২০১৮
একুশে সংবাদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ এবং ভারত উভয় দেশের উন্নয়নের স্বার্থেই দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে অতীব গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দুটি রেলওয়ে প্রকল্পের উদ্বোধনকালে প্রদত্ত ভাষণে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, সড়ক ও রেল যোগাযোগ খাতসহ আরো নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশের জনগণের উন্নতি ও সমৃদ্ধির জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি নয়াদিল্লীতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে ভারতের অব্যাহত সাহায্য এবং সহযোগিতা কামনা করে বলেছেন, প্রতিবেশী এই দুই দেশেকে তাঁদের উন্নয়ন এবং জনগণের সমৃদ্ধির জন্য একযোগে কাজ করে যেতে হবে। তিনি বলেন, ‘আমরা দুই দেশের জনগণের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একযোগে কাজ করে যাচ্ছি এবং আমরা এটা অব্যাহত রাখতে চাই। আমি নিশ্চিত যে, আমাদের জনগণের বৃহত্তর কল্যাণের জন্য ভবিষ্যতে এ ধরনের আরো অনেক আনন্দঘন মুহূর্ত আমাদের মধ্যে উপস্থিত হবে।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে ভারত-বাংলাদেশের পারষ্পরিক সহযোগিকার ভিত্তিতে এই এগিয়ে চলার জন্য প্রধধানমন্ত্র শেখ হাসিনা কৃতিত্ব প্রদান করে বলেন, ‘এই এগিয়ে যাওয়ার কৃতিত্ব আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার সুনিপূণ নেতৃত্বকেই দিতে চাই এবং অপনাকে আন্তরিক মোবারকবাদও জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আজ ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের ওপর যে কাজ শুরু হলো তা পারস্পরিক উন্নয়নের এক মহাকাব্যিক অধ্যায়ের সূচনা করলো।’ তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস এই পাইপলাইন বাংলাদেশের মহত্যপূর্ণ উন্নয়ন লক্ষ্য প্রাপ্তির একটি বিরাট অংশীদার হতে পারে। বিশেষকরে বাংলাদেশের উত্তরাঞ্চলে এই পাইপ লাইন স্বস্তা দামে জ্বালানি তেল সরবরাহ করবে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে আমাদের সম্পর্ককেও এই পাইপলাইন আরো দৃঢ় করবে। মোদী বলেন, ‘আমরা আজ যে রেলওয়ে প্রকল্পের ওপর কাজ শুরু করেছি এতে করে ঢাকার জনসাধারণ এবং যান চলাচলে শুধু স্বাচ্ছন্দ্যই বাড়বে না সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি হবে।’ পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ঢাকা থেকে এবং ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং জ্বলানি তেল ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নয়াদিল্লী থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত, রেলপথ মন্ত্রী মো.মুজিবুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের হাইকমিশনার হষবর্ধন শ্রীংলা, সংসদ সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্র্রণালয়ের সচিববৃন্দ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতস কর্মকর্তাবৃন্দ গণভবনে উপস্থিত ছিলেন। উদ্বোধনকৃত ভরত বাংলাদেশ মৈত্রী পাইপ লাইন এবং ঢাকা-টঙ্গী সেকশনে ৩য়-৪র্থ ডুয়েলগেজ লাইন নির্মাণ কাজ এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ কাজের প্রকল্পের ওপর অনুষ্ঠানে দুটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়। একুশে সংবাদ // এস.ই,ফ // ১৯.০৯.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1