সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র সফল হলে নারীরা ক্ষতিগ্রস্ত হবে : সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশিত: ০১:৫০ পিএম, আগস্ট ২০, ২০১৮
একুশে সংবাদ : বিএনপি, জামাতসহ স্বাধীনতা বিরোধীচক্র ক্ষমতার আকাঙ্খায় বড় ধরণের ষড়যন্ত্রে লিপ্ত হতে সক্রিয় হচ্ছে। কোটা ও কিশোর ছাত্রদের আন্দোলনের ঘাড়ে চাপতে ব্যর্থ হয়ে এখন তারা নতুন নতুন অজুহাত খুঁজছে। এই ধরণের ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশ পুনরায় বহু বছরের জন্য পিছিয়ে পড়বে। তাতে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের নারীরা। গত দশ বছরে নারী অধিকার ও নারীর ক্ষমতায়নের প্রশ্নে যে অগ্রগতি সাধিত হয়েছে তা চরমভাবে বাধাগ্রস্ত হবে।’ গতকাল পল্টন থানা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের এক মহিলা সমাবেশে সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন একথা বলেন। সংবিধান, নারীর ক্ষমতায়ন ও নারীদের করণীয় নিয়ে মেনন আরো বলেন, ‘সংবিধানে নারীদের সংরক্ষিত আসনের যে ব্যবস্থা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন তা বর্তমানে শেখ হাসিনার আমলে ৫০ জনে উন্নীত হয়েছে। মেয়েরা এখন লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, পর্বত আরোহণ, বোমারু বিমান চালানো, জাতিসংঘের শান্তিবাহিনীতে অংশগ্রহণ করে চলেছে এবং সকল ক্ষেত্রে তাদের দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। মন্ত্রী আরো বলেন, আমাদের গার্মেন্টস শিল্প এই নারী শ্রমিক নির্ভর যা দেশের রপ্তানি আয়ের প্রধান সূত্র। বিএনপি জামাতের বিষ দাঁতকে ভেঙ্গে দিতে তাই নারী সমাজকে আরো বেশি এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে নারীর ক্ষমতায়ন বিরোধী এই ধরণের কোন প্রার্থী যাতে জিততে না পারে সেজন্য এখন থেকেই ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে সমাজকল্যাণ মন্ত্রীর দূর্ঘটনায় পতিত হওয়ায় যারা সমবেদনা জানিয়েছেন তাদের প্রতি মন্ত্রী কৃতজ্ঞতা জানান। সমাবেশের অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা এডভোকেট তাহমিনা, ১৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও বিভিন্ন ইউনিটের নারী নেত্রীবৃন্দ।     একুশে সংবাদ // এস.পি.এই // ২০.০৮.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1